সাংবাদিক নেতা শওকত মাহমুদ গ্রেফতার
ছবিঃ সংগৃহীত
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাংবাদিক নেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন নতুন দলের সাধারণ সম্পাদক শওকত মাহমুদকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান শওকত মাহমুদের গ্রেফতারের বিষয়টি বাংলাবাজার পত্রিকাকে নিশ্চিত করে বলেন, বেলা সাড়ে তিনটায় পুলিশ তাকে আটক করেছে। তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।





