সত্যজিৎ, ঋত্বিক ও মৃণাল সেনের চলচ্চিত্র ও চিন্তা পাঠ শিল্পকলায়

বাংলা ভাষায় স্বকীয় বৈশিষ্ট্যে অনন্য তিন চলচ্চিত্রকার – সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক ও মৃণাল সেন। তাদের বলা হয় সম্মানসূচক ‘মাস্টার’ চলচ্চিত্রকার। চলচ্চিত্রে এই তিন কীর্তিমান চলচ্চিত্রকার আমাদের নিত্যপাঠ্য হয়ে আছেন।
এই গুণী চলচ্চিত্রকারদের চলচ্চিত্র চিন্তা পাঠের আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে তিন দিনব্যাপী ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন অন মাস্টার্স– সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেন’ অনুষ্ঠিত হবে ২০, ২১ ও ২২ জুলাই। সেশন চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
আরও পড়ুন: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
ফিল্ম অ্যাপ্রিসিয়েশন অন মাস্টার্স পরিচালনা করবেন চলচ্চিত্রকার ও শিক্ষক সৈয়দ সালাহউদ্দীন জাকী, শিল্পসমালোচক ও শিক্ষক মইনুদ্দীন খালেদ এবং চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।