বাগেরহাট থিয়েটারের বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যকরী পরিষদ গঠন
গত ১৬ই নভেম্বর বাগেরহাট থিয়েটার-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের (২০২৬–২৭) জন্য নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেছেন যে নবগঠিত এই পরিষদ আগামী দিনে বাগেরহাট থিয়েটারকে সাংস্কৃতিক অঙ্গনে আরও দক্ষতা, সৃজনশীলতা ও গতিশীলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাবে।
কার্যকরী পরিষদ ২০২৬–২৭ পদাধিকারী:
আরও পড়ুন: বাংলা একাডেমি পরিচালিত ৮ পুরস্কার পেলেন ৯ জন
সভাপতি: গোলাম কিবরিয়া লাবলু
সহ সভাপতি: তাবেদার ই রসুল চান্নু
আরও পড়ুন: ‘নিরাপত্তা শঙ্কায়’ বাতিল হলো নবান্ন উৎসব
সাধারণ সম্পাদক: মোস্তাফিজুর রহমান
যুগ্ম সাধারণ সম্পাদক: শফিক রেঞ্জার
সাংগঠনিক সম্পাদক: হরপ্রসাদ হালদার মিঠু
অর্থ সম্পাদক: তানিম আহমেদ
দপ্তর সম্পাদক :সাজ্জাদ হোসেন শাওন
অনুষ্ঠান বিষয়ক সম্পাদক: অপু আহমেদ
প্রচার প্রকাশনা ও তথ্যপ্রযুক্ত সম্পাদক :আবুবকর সিদ্দিক
প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক : হাসিবুর রহমান লিখন
নির্বাহী সদস্য:
নাজমুল আহসান ,আওরঙ্গজেব বাদশা, আতিয়ার রহমান, তকদির আবিদ পনি





