আইনজীবী সমিতির নির্বাচনে ককটেল বিস্ফোরণ

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ন, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৪:৫২ পূর্বাহ্ন, ০১ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা আইনজীবী সমিতির (বার কাউন্সিল) ২০২৪-২৫ সেশনের নির্বাচনে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভোটগ্রহণের দ্বিতীয় দিনে জজ কোর্ট চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভোটগ্রহণ চলাকালে কোর্ট চত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, দুপুরে জাল ভোট দেওয়ার অভিযোগ এনে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কমিটির নেতারা ভোটকেন্দ্রে এসে জোরপূর্বক ভোটগ্রহণ স্থগিত করান বলে অভিযোগ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনাও ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির

এদিন সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলার এক পর্যায়ে দুপুর ১২টার দিকে ব্যালট ছিনতাইয়ের অভিযোগ ওঠে। এরপর কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। পুনরায় ভোটগ্রহণ শুরু হলে জজ কোর্ট চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে আবারও ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এদিকে, আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কমিটির সভাপতি অ্যাডভোকেট এ বি এম জাহাঙ্গীর আলম বলেন, "জাল ভোট দেওয়ার অভিযোগে আমরা ভোটগ্রহণ স্থগিত করিয়েছি।" বিএনপিপন্থী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মইনুল হোসেন সাহেব বলেন, "আমাদের ওপর হামলা হয়েছে। ব্যালট ছিনতাই করা হয়েছে।" নির্বাচন কমিশনের (ইসি) একজন কর্মকর্তা বলেন, "ঘটনার তদন্ত করা হচ্ছে।"

আরও পড়ুন: রমজানে প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

এবার নির্বাচনে ভোটার ২১ হাজার ১৩৭ জন। যার মধ্যে প্রথম দিনে চার হাজার ১৩০ জন ভোট দেন।