জাবিতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ, আটক ৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক নেতা ও বহিরাগত এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘটে। স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের এ ঘটনায় ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন ২০২৫: মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোটার ৩৯,৭৭৫ জন
রোববার সকালে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
মোস্তাফিজুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেলের অনুসারী।
আরও পড়ুন: রাবির আইআর বিভাগে ‘বাংলাদেশ-চীন সম্পর্কের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার