রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:৫১ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতু অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে যমুনা সেতুতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে, ফলে উত্তরবঙ্গ ও ঢাকার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী ভিপি মাহফুজা খানমের মৃত্যু

যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়ক অবরোধের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রতিদিন উত্তরবঙ্গের ২২টি জেলার প্রায় ১৮ হাজার যানবাহন যমুনা সেতু দিয়ে চলাচল করে, যা অবরোধের কারণে থমকে গেছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুযোগ বাতিলের প্রতিবাদে নাসিরনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সন্মেলন

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। এর আগে বুধবার (১৩ আগস্ট) তারা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেন, যা সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলেছিল এবং এতে ঢাকা ও উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন শুরু করেন। আন্দোলনের অংশ হিসেবে তারা বিভিন্ন সময় মহাসড়ক অবরোধ, পথ নাটক, শেকল ভাঙার গান, প্রতীকী ক্লাস, মানববন্ধন এবং সেমিনারের আয়োজন করেছেন। তবে এখনো কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া মেলেনি।