ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিমি যানজট

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৩৬ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড় এলাকায় একটি বালুবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত যাত্রী, চালক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েন।

আরও পড়ুন: ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রাকটি সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বর এলাকায় হঠাৎ বিকল হয়ে যায়। ফলে মহাসড়কের একপাশে সীমিত আকারে যান চলাচল শুরু হয়। এর মধ্যে সড়কের অসংখ্য গর্ত ও খানাখন্দের কারণে গাড়ির গতি আরও কমে যায় এবং ভোরের দিকে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে।

আরও পড়ুন: ঢাবির বাসে লাইভ ট্র্যাকিং: কার্যকারিতা যাচাই করলো ডাকসু

ভোর ৫টার দিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের পাশ দিয়ে মাটি ফেলে বিকল্প পথ তৈরির চেষ্টা করে। তবে সেই পথে চলতে গিয়ে আরও কয়েকটি গাড়ি আটকে পড়ে। পরে রেকার দিয়ে আটকে পড়া গাড়ি সরানো হয়। সকাল ৮টার দিকে সেনাবাহিনীর সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেন।

অবশেষে সকাল সোয়া ৯টার দিকে বিকল ট্রাকটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া সম্ভব হয়। তবে বেড়তলা থেকে বিশ্বরোড মোড় হয়ে শাহবাজপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট রয়ে গেছে। ধীরগতি ও সড়কের গর্তের কারণে দুপুর পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।