ক্যাম্পাস ও হল খোলার আশ্বাসে বাকৃবিতে শিক্ষার্থীদের আন্দোলন সাময়িক স্থগিত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫২ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলন আপাতত স্থগিত হয়েছে। প্রশাসনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ক্যাম্পাস ও হল খোলার আশ্বাস পেয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতেই আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করেন।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় সম্মেলন কক্ষে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হয়ে সাড়ে চার ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা চলে। অনলাইনে আলোচনায় যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

আরও পড়ুন: চবিতে শিক্ষার্থীদের উপর স্থানীয়দের বর্বরচিত হামলার পর আজ ক্লাস ও পরীক্ষা শুরু

আলোচনা শেষে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক জানান, শিক্ষার্থীদের দুটি দাবির বিষয়ে প্রশাসন তাদের আশ্বস্ত করেছে— হল খোলার সিদ্ধান্ত বুধবার (৩ সেপ্টেম্বর) জরুরি সিন্ডিকেট সভায় নেওয়া হবে এবং আন্দোলনে জড়িত থাকার কারণে কোনো শিক্ষার্থীকে হয়রানি করা হবে না। পাশাপাশি আগামী সপ্তাহের মধ্যে ক্লাস-পরীক্ষা শুরুর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

আন্দোলনকারী শিক্ষার্থী এহসানুল হক হিমেল বলেন, আলোচনায় আমরা আশ্বাস পেয়েছি। সিন্ডিকেট সভার পর হল খোলার সিদ্ধান্ত হবে এবং সাত দিনের মধ্যে ক্লাস-পরীক্ষা শুরু হবে। তাই আমরা আপাতত আন্দোলন স্থগিত করেছি। তবে একক কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে সিদ্ধান্ত সন্তোষজনক না হলে আবারও আন্দোলনে ফিরব।

আরও পড়ুন: ধর্ষণের হুমকি দেওয়ায় আলী হুসেনকে ঢাবি থেকে ৬ মাসের জন্য বহিষ্কার

আরেক শিক্ষার্থী মো. শিবলী সাদী বলেন, একক কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনার ধারাবাহিকতা বজায় থাকবে। পাশাপাশি আমরা লিখিতভাবে চাই যে আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীদের কোনো একাডেমিক বা প্রশাসনিক হয়রানি করা হবে না।