দুই বিভাগ বিলুপ্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনর্গঠন

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৯ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  জন নিরাপত্তা বিভাগ  ও সুরক্ষা সেবা বিভাগ  বিলুপ্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনর্গঠন করা হয়েছে।   Ministry of Home Affairs  নামের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন থেকে একটি  মন্ত্রণালয় হিসেবে গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ গেজেট গতকাল বুধবার সন্ধ্যায়  এটি জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি শাখার কারণে বিদেশে যোগাযোগে এবং আন্ত মন্ত্রণালয় বৈঠকে সমস্যা তৈরি হয়েছিল। 

সারা পৃথিবীতে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একক মন্ত্রণালয় হিসেবে দায়িত্ব পালন করে। বহিরাগমন ও পাসপোর্ট এর আবার আইন-শৃঙ্খলা রক্ষায় বৈদেশিক যোগাযোগের বিবেচনা করে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পরই দুই বিভাগকে এক করার সিদ্ধান্ত নেয়া হয়। আজ গেজেট প্রকাশের মাধ্যমে এটি বাস্তবায়িত হয়।

আরও পড়ুন: বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে- ড. মঈন খান