রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন: মির্জা ফখরুল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:২১ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশকে নতুনভাবে গড়ে তোলার যে সুযোগ তৈরি হয়েছিল, রাজনীতিবিদরা তা হারিয়ে ফেলেছেন। তিনি বলেন, “রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন। এখন চারদিকে অনৈক্যের সুর বইছে। এমন পরিস্থিতি অনেককেই হতাশ করছে।”

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: সরকারি কর্মকর্তাদের সম্মানী নির্ধারণে নতুন নির্দেশনা

দেশে চলমান অস্থিরতার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “জেন-জি প্রজন্মের চিন্তা-ভাবনা এবং আমাদের প্রজন্মের চিন্তা-ভাবনার মধ্যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে। প্রজন্মের এই পার্থক্য অস্বীকার করার উপায় নেই।”

তিনি বলেন, “দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থার জন্য রাজনীতিবিদ ও আমলাতন্ত্র দায়ী। এখানে শিক্ষার গুরুত্বকে খুব কম জায়গা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বিএ, এমএ পাস করেও চাকরি পাচ্ছে না। অথচ কেউ যদি পলিটেকনিক থেকে ডিপ্লোমা করতো, তাহলে সহজেই কর্মসংস্থানের সুযোগ পেতো।”

আরও পড়ুন: বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ

মির্জা ফখরুল আরও বলেন, “শুধু অতি মেধাবীদের জন্য উচ্চশিক্ষা আর সাধারণ শিক্ষার্থীদের জন্য ভোকেশনাল ও কারিগরি প্রশিক্ষণ ব্যবস্থা থাকলে দেশ আরও এগিয়ে যেতো।”

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বিএনপি মহাসচিব শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ভবিষ্যৎ তোমাদের ডাকছে। এখনকার পৃথিবী প্রতিযোগিতার। নিজেদের প্রস্তুত করতে হবে এই বাস্তবতার জন্য।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা। ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’র ব্যবস্থাপনা সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান, বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আহ্বায়ক কবীর হোসেন।