৮০ পুলিশ পরিদর্শক পদোন্নতি পেয়ে এএসপি হলেন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:০২ পূর্বাহ্ন, ২২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ৮০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পরিদর্শক (নিরস্ত্র, শহর ও যানবাহন এবং সশস্ত্র) পদে থাকা এসব কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

আরও পড়ুন: তফসিলের প্রথম দিনেই হামলায় নির্বাচনী মাঠে আতঙ্ক

প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাখার ৩৩ জন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) শাখার ১৮ জন, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) শাখার ২৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতির পর তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: ভিডিও ফুটেজ দেখে হাদীর ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতারে কাজ করছে পুলিশ

এছাড়া, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

প্রজ্ঞাপনের সঙ্গে সংযুক্ত নথিতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।