নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:১৯ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো। প্রশাসন যে প্রস্তুতি নিয়েছে, তা আশা ও প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে।

বুধবার সিলেটের সুবিদবাজার প্রাইমারি ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা বলেন, “এবার প্রতিটি ভোটিং সেন্টারে সিসিক ক্যামেরা থাকবে। ড্রোন থাকবে, তবে সব কেন্দ্রে নয়। বডিওর্ন ক্যামেরা থাকবে এবং থাকবে ডগ স্কোয়াডও। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার দায়িত্বে থাকবে, এর মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা। এদের মধ্যে তিনজন আর্মড আনসার থাকবে। সেনা, নৌ ও বিমান বাহিনী, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ থেকে স্ট্রাইকিং ফোর্স থাকছে। এছাড়া থাকবে মোবাইল টিমও। এবারের প্রস্তুতি অত্যন্ত ভালো, কোথাও কোনো ঘাটতি নেই। অন্য যে কোনো বারের তুলনায় এবার প্রশাসন আরও ভালো প্রস্তুতি নিয়েছে।”

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন নবী। এছাড়া সিলেট মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ব্যাংক খাতের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের সঙ্গে যারা জড়িত, তাদের মধ্যে কোনো রাজনৈতিক পক্ষের দোসর নেই। সবাই সৎ ও পেশাদার অফিসার। সবাই সুন্দর নির্বাচন উপহার দিতে কাজ করছেন।”

সরকারি কর্মকর্তাদের গণভোটের পক্ষে প্রচারণার প্রসঙ্গে একজন নির্বাচন কমিশনারের মন্তব্য সম্পর্কে তিনি বলেন, “এ ব্যাপারে আমি কিছু বলবো না। ওই নির্বাচন কমিশনারের কোনো বক্তব্য আমি শুনিনি।”