চট্টগ্রামে নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু
রাজশাহীর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে তিন বছর বয়সী এক শিশু। রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। চট্টগ্রামে নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস
আটকা পড়া শিশুটির নাম মিসবাহ। ফায়ার সার্ভিসের একাধিক টিম উদ্ধার কাজ পরিচালনা করছে। তবে বুধবার রাত ৮টা ৪০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাচ্চাটি উদ্ধার করা হয়নি বলে জানা যায়।
আরও পড়ুন: যশোর কারাগার থেকে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম
স্থানীয়দের বরাতে জানা যায়, বাড়ির পাশেই থাকা একটি খোলা গভীর নলকূপের গর্তে অসাবধানতাবশত পড়ে যায় সে। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা দ্রুত স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।
রাউজান থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, বুধবার বিকেল প্রায় ৪টার দিকে শিশুটি বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। গর্তটির প্রকৃত গভীরতা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।
আরও পড়ুন: কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে ৪৯ জন আহত
এর আগে গত ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় একই ধরনের দুর্ঘটনায় সাজিদ নামে এক শিশু নলকূপের গর্তে পড়ে যায়। টানা ৩২ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হলেও পরে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।





