জাতীয় দলে ফিরছেন সাকিব—সিদ্ধান্ত বিসিবির

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্ন, ২৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:২৩ পূর্বাহ্ন, ২৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী আন্তর্জাতিক সিরিজ থেকে খেলার জন্য সাকিব আল হাসানকে বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৪ জানুয়ারি) এক জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

সংবাদ সম্মেলনে আমজাদ হোসেন বলেন, ‘বোর্ডে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে—সাকিব আল হাসানের এভেইলঅ্যাবিলিটি, ফিটনেস ও এক্সেসিবিলিটি যদি সন্তোষজনক থাকে এবং যেখানে খেলা হবে সেখানে তার উপস্থিত থাকার সক্ষমতা থাকে, তাহলে অবশ্যই বোর্ড বা নির্বাচক প্যানেল তাকে পরবর্তী সময়ে জাতীয় দলের নির্বাচনের জন্য বিবেচনা করবে।’

আরও পড়ুন: ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

তিনি আরও বলেন, ‘সাকিব আল হাসান যদি অন্যান্য গ্লোবাল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে, সে ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী বিসিবি এনওসি প্রদান করবে।’

এদিকে বিসিবি সাকিব আল হাসানকে পুনরায় কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার প্রস্তাবও দিয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বোর্ড সভায়।

আরও পড়ুন: সাফ ফুটসালে ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দল

বিশ্বকাপ ইস্যুর আলোচনার মধ্যে সাকিব আল হাসানের প্রসঙ্গ কীভাবে এলো—সে বিষয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘আমাদের সভার একটি এজেন্ডা ছিল ক্রিকেট অপারেশন্স বিভাগের অধীনে ২৭ জন চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকা নিয়ে আলোচনা। গ্রেড এ, বি ও সি—এই তিন ক্যাটাগরির তালিকা আলোচনার সময় একজন পরিচালক প্রস্তাব দেন যে সাকিব আল হাসান খেলতে আগ্রহী এবং তার সঙ্গে বোর্ডের যোগাযোগ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই বিষয়টি বিসিবি সভাপতিকে জানানো হয়েছে, যেন সরকারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি দেখা হয়। সাকিবের ব্যক্তিগত কিছু ইস্যু রয়েছে, সেগুলো সরকারের বিষয়। সরকার কীভাবে বিষয়গুলো বিবেচনা করবে, সেটা তাদের সিদ্ধান্ত। তবে বোর্ডের পক্ষ থেকে আমরা সাকিব আল হাসানকে জাতীয় দলে দেখতে চাই।’

বিসিবির এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন পর জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে তার ফিটনেস, প্রাপ্যতা এবং আইনি বিষয়গুলোর অগ্রগতির ওপর।