ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ
অধারাবাহিক পারফরম্যান্সের পতন এবং মৌসুমের মাঝপথে কোচ জাবি আলোনসোর বিদায়ের প্রভাব কাটিয়ে রিয়াল মাদ্রিদ আবারও শীর্ষে ফিরে এসেছে। শনিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে ২-০ ব্যবধানে জয় পায় মাদ্রিদের দল।
ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে দ্বিতীয়ার্ধে দু’টি গোল করেন। প্রথম গোল আসে ভিনিসিয়ুসের সঙ্গে বল লেনদেনের পর ডিফেন্ডারের বাধা পেরিয়ে। যোগ করা সময়ে এমবাপে পেনাল্টি থেকে গোল করে তার ২১তম লা লিগা গোল সম্পন্ন করেন।
আরও পড়ুন: সাফ ফুটসালে ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দল
রিয়াল ৫৯ শতাংশ পজেশন নিয়ন্ত্রণের পাশাপাশি ১২ শট নেয়ার মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। বিপরীতে ভিয়ারিয়ালের ১০ শটের মধ্যে মাত্র একটি লক্ষ্যে যায়।
এই জয় রিয়ালকে লা লিগার শীর্ষে নিয়ে আসে, ২১ ম্যাচে ৫১ পয়েন্ট সংগ্রহের পর। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এক ম্যাচ কম খেলে দুই পয়েন্টে পিছিয়ে আছে। তৃতীয় স্থানে অবস্থান করছে অ্যাতলেটিকো মাদ্রিদ, যা রিয়াল থেকে ১০ পয়েন্ট পিছিয়ে।
আরও পড়ুন: বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞার হুমকি আইসিসির





