বুড়িগঙ্গা দূষণমুক্ত করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২২ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বের অন্যতম দূষিত নদী হিসেবে পরিচিত বুড়িগঙ্গা আজ ভয়াবহ পরিবেশগত সংকটের মুখে। এই নদীকে বাঁচাতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বুড়িগঙ্গা দূষণমুক্ত করো, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করো” শীর্ষক ব্যানারে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ জনগণ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য পরিবেশ বিজ্ঞানী রাজবিহারী ঘোষ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বুড়িগঙ্গা শুধু একটি নদী নয়, এটি ঢাকা শহরের প্রাণ। শিল্পবর্জ্য, দখল ও অব্যবস্থাপনার কারণে নদীটি আজ মৃত্যুপথযাত্রী। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।”

আরও পড়ুন: দেশে মাদকাসক্ত ৮২ লাখ মানুষ : গবেষণা

তিনি আরও জানান, বুড়িগঙ্গা দূষণমুক্ত করতে নাগরিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিল্পকারখানার বর্জ্য শোধনাগার (ইটিপি) বাধ্যতামূলক করা, অবৈধ দখল উচ্ছেদ, নিয়মিত নদী খনন এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি। এ বিষয়ে তিনি সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহরিয়ার শামীম। তিনি বলেন, “নদী বাঁচাতে হলে আগে মানুষকে সচেতন হতে হবে। বুড়িগঙ্গা রক্ষা মানে আমাদের জীবন ও ভবিষ্যৎ রক্ষা করা।”

আরও পড়ুন: নির্মাণাধীন ভবনের রড পড়ে যুবকের মৃত্যু, কনকর্ডের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বুড়িগঙ্গা দূষণ বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং পরিবেশ রক্ষায় সম্মিলিত আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং পরিবেশ রক্ষার পক্ষে একাত্মতা প্রকাশ করেন।