ক্ষমতায় গেলে তিন শর্তে দেশ গড়ার প্রতিশ্রুতি জামায়াত আমীরের

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:২৬ অপরাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

জামায়াতের আমীর বলেন, ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত। প্রথমত, কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দেবেন না। দ্বিতীয়ত, সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তৃতীয়ত, সকল বৈষম্যের কবর রচনা করতে গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে পাস করাতে হবে।

আরও পড়ুন: গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. রফিকুল ইসলাম

এসময় জামায়াতের আমীর অভিযোগ করেন, দুর্নীতি ও অপশাসনের কারণে উত্তরাঞ্চলের প্রকৃতি উন্নতি হয়নি। কোনো একক দল নয়, জনগণের প্রতিনিধিরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশ নেবে বলে আশ্বাস দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ধুরন্ধররা উত্তরাঞ্চলের মানুষদের গরিব করে রেখেছে। দুর্নীতি ও দুঃশাসন না থাকলে উত্তরাঞ্চল কৃষিভিত্তিক শিল্পের কেন্দ্র হতে পারত। আগামীতে দেশ ইনসাফের ভিত্তিতে চললে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য পাবে। সরকার গঠনের সুযোগ পেলে দেশের সব জেলায় একটি করে মানসম্মত মেডিকেল কলেজ তৈরি করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন

এ সময় তিনি বলেন, অসম্মানের ভাতা নয়, বরং বেকার যুবকদের জন্য কর্মসংস্থান গড়ে তোলা হবে। “আমরা প্রতিটি ঘরকে একটি ইন্ডাস্ট্রিতে পরিণত করব। অনেকেই বলেন বেকার ভাতা দেবেন, এটি অসম্মানের। আমরা বেকারদের জন্য বাস্তব কর্মসংস্থান নিশ্চিত করব,” যোগ করেন জামায়াতের আমীর।

জনসভায় জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিন প্রধান সভাপতিত্ব করেন। আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) তিনি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভা করবেন। এরপর তিনি গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা সফর করবেন এবং শেষে ঢাকায় ফিরবেন।