মানুষকে বন্ধু করে তাদের কল্যাণে কাজ করতে চাই: ডা. আব্দুর রহিম সরকার
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে মানুষের সেবক হয়ে মানুষের কল্যাণে, সকল সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামের সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার এ কথা বলেন। দলের মূল নীতি ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’ থেকে দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়নে সবসময়ই সচেষ্ট থাকার অঙ্গীকার করেন তিনি।
আজ বুধবার (২১ জানুয়ারি) বাদ আছর গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ
তিনি আরও বলেন, বিগত সরকারের শাসনামলে বন্ধ হয়ে যাওয়া এখানকার রংপুর চিনিকল পুনরায় চালুকরণ, রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (রংপুর ইপিজেড) নির্মাণ কাজ শুরু করা, কোচাশহর হোসিয়ারি শিল্প নগরী প্রতিষ্ঠা সহ ছোট-বড় সকল নাগরিক সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।
গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমীর আবুল হোসেন সরকারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আযাদ, সহ-সেক্রেটারি অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: পাচারচক্রের হাত থেকে শিশু উদ্ধার, পাচারকারী নারী গ্রেফতার





