বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের প্রতিবাদ জানাল চীন
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের চীন-সংক্রান্ত মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস।
চীনা দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান, যা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত খবরে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং বাংলাদেশকে চীনের সঙ্গে যুক্ত হওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করার যে বক্তব্য এসেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন।
আরও পড়ুন: ১১ ও ১২ ফেব্রুয়ারির ছুটির প্রজ্ঞাপন জারি
বিবৃতিতে চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, “বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এমন মন্তব্য সঠিক ও ভুলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং এগুলো সম্পূর্ণভাবে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।”
চীনা দূতাবাস আরও জানায়, চীন ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতা একটি দ্বিপাক্ষিক বিষয়, যেখানে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ বা নাক গলানোর সুযোগ নেই। এ ধরনের মন্তব্য পারস্পরিক আস্থার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও উল্লেখ করা হয়।
আরও পড়ুন: নির্বাচনের দিন ও আগে সহিংসতার দায় আ.লীগের: অন্তর্বর্তীকালীন সরকার
একই সঙ্গে বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে আরও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানানো হয় এবং কূটনৈতিক শালীনতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়।





