সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারে প্রত্যাশা জামায়াতের: শফিকুর রহমান
আগামী জাতীয় সংসদ নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেশের জন্য অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন
ডা. শফিকুর রহমান বলেন, গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছিল। এর ফলে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, দুর্নীতিবিরোধী অবস্থান, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের প্রশ্নে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আগামীর অগ্রযাত্রায় একসঙ্গে কাজ করতে প্রস্তুত জামায়াতে ইসলামী। এসব বিষয়ে আপসহীন অবস্থানই দেশের ভবিষ্যৎ রাজনীতির ভিত্তি হওয়া উচিত।
আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস
একটি উন্নত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান জামায়াত আমির।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





