রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়েলস

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২৩ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ফাইনালে জায়গা করে নিল চট্টগ্রাম রয়েলস। আজ মঙ্গলবার পয়েন্ট টেবিলের শীর্ষ দল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শেখ মেহেদি হাসানের নেতৃত্বাধীন দল।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে রাজশাহী। তারা ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয়। দলের হয়ে ওপেনার তানজিদ হাসান তামিম ৩৭ বলে ৪১ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে ইনিংসের শেষ দিকে নেমে আব্দুল গফফার সাকলা ১৫ বলে ৩২ রান করেন।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তান

টার্গেট তাড়া করতে নেমে চট্টগ্রাম রয়েলস মাত্র ৩ বল হাতে রেখে ৬ উইকেটে জয় নিশ্চিত করে এবং ফাইনালে প্রবেশ করে।

এদিন দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করে সিটেল, যিনি এলিমিনেটর ম্যাচে রংপুরকে পরাজিত করেছেন। আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সিটেল ও রাজশাহী মুখোমুখি হবে। যারা জিতবে তারা শুক্রবার বিপিএলের ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি হবে।

আরও পড়ুন: ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ