বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছর রাস্তার কাজের কথা বলে বিল নিয়ে গেলেও রাস্তার কোনো কাজ হয়নি। ভূয়া প্রজেক্ট দেখিয়ে টাকা লুট করা হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে।
তিনি বলেন, বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না। সারাদেশে লক্ষ্য করবেন, বিএনপির শাসনামলে দেশের তৃণমূলে যে উন্নয়ন হয়েছে, সেটি আজও সেই অবস্থাতেই রয়েছে। আজকেও যে রাস্তার মোড়ে পথসভা করছি, এটিও বিএনপির করা।
আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন
রবিবার দিনব্যাপী তার নির্বাচনী এলাকার পলাশ উপজেলার মেহেরপুর ইউনিয়ন এবং ঘোড়াশাল পৌরসভায় বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন।
এলাকাবাসীর উদ্দেশ্যে মঈন খান বলেন, এটি একটি শিল্পনগরী। এখানের তাঁতশিল্প খুব প্রসিদ্ধ। বিগত সরকারের আমলে সীমান্তে অবাধ চোরাচালানের মাধ্যমে পাশ্ববর্তী দেশ থেকে কাপড় আসার কারণে দেশীয় তাঁতশিল্প হুমকির মুখে পড়েছিল। যদিও ৫ আগস্টের পর থেকে তা অনেকটা কমে গেছে। সবার আগে দেশ। দেশের স্বার্থ একমাত্র বিএনপিই রক্ষা করতে পারে।
আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস
তিনি বলেন, বিএনপি সরকার একটি উন্নয়ন নির্ভর সরকার। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের জনগণের প্রয়োজনে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, তাহলে এই দেশ আবার স্বয়ংসম্পূর্ণ হবে এবং দেশের অর্থনৈতিক চাকা সচল হবে, ইনশাআল্লাহ।





