প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় নাহিদ-আসিফ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার সকালে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশনের ভূমিকা এবং সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন: গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. রফিকুল ইসলাম
এর আগে রোববার রাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ ও বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরবেন।
রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর নেতারাও সাক্ষাৎ করেন। বৈঠকে তারা প্রশাসনের কিছু কর্মকর্তার আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ করেন এবং দাবি করেন, এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তারা প্রস্তুত করেছেন।
আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন





