ভারতে না যেতে অনড় বিসিবি, বাংলাদেশের পাশে পাকিস্তান
নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে একাধিকবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বৈঠক হলেও এখনো কোনো সমাধান হয়নি। এই ভেন্যু জটিলতায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’ এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে বিসিবির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক বলে অভিহিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন: ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সন্তোষজনক কোনো সমাধান দিতে ব্যর্থ হয়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্টে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে। এমনকি বিশ্বকাপে অংশ না নেওয়ার সম্ভাবনা মাথায় রেখে টিম ম্যানেজমেন্টকে বিকল্প প্রস্তুতি পরিকল্পনা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।
‘জিও সুপার’-এর সূত্র জানায়, আয়োজক হওয়ার অজুহাতে কোনো দেশের ওপর চাপ বা হুমকি প্রয়োগ করা উচিত নয় এমন অবস্থান নিয়েছে পিসিবি।
আরও পড়ুন: সাফ ফুটসালে ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দল
বাংলাদেশের ভেন্যু সমস্যার সমাধানে শনিবার (১৭ জানুয়ারি) বিসিবির সঙ্গে বৈঠক করতে ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে অনলাইনে যুক্ত হন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। ভিসা জটিলতার কারণে তিনি সরাসরি উপস্থিত থাকতে পারেননি। বৈঠক শেষে আইসিসির সঙ্গে আলোচনা হলেও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার কথা পুনর্ব্যক্ত করে বিসিবি।
বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আসে। এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যান্য বিষয়ের পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।
তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। দেশটির এক কর্মকর্তা ক্রিকবাজ-কে বলেন, আমরা সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছি যে মূল সূচিতে কোনো পরিবর্তন হবে না। আমরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলছি।
এ অবস্থায় টি–টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ও অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হলো।





