ঢাকা জেলার শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার
ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবেল হাওলাদার, পিপিএম।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
আরও পড়ুন: দেশে মাদকাসক্ত ৮২ লাখ মানুষ : গবেষণা
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ ডিসেম্বর আশুলিয়া থানার দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি রুবেল হাওলাদারের পেশাদার ও সময়োপযোগী নেতৃত্বে থানার সার্বিক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি আসে। মাদক, ডাকাতি, ছিনতাই এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তার তৎপরতা।আইন-শৃঙ্ঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, মামলা গ্রহণে স্বচ্ছতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারে তার ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়। সার্বিক মূল্যায়নের ভিত্তিতেই তাকে ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।
এই অর্জনে আশুলিয়াবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা বলেন, ওসি রুবেল হাওলাদারের দায়িত্ব গ্রহণের পর এলাকায় পুলিশের উপস্থিতি ও সেবার মান বেড়েছে, সাধারণ মানুষ এখন আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করছেন।
আরও পড়ুন: নির্মাণাধীন ভবনের রড পড়ে যুবকের মৃত্যু, কনকর্ডের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা
এ বিষয়ে ওসি মো. রুবেল হাওলাদার বলেন,ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান স্যারের নেতৃত্বে আশুলিয়া থানার সকল অফিসার ও ফোর্স একসঙ্গে কাজ করছে। এই স্বীকৃতি পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। আশুলিয়াকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতেই আমরা কাজ করে যাচ্ছি।





