বিনা নোটিশে দিনভর বিদ্যুৎ থাকে না নাসিরনগরে, গ্রাহকের কলও রিসিভ করেন না পল্লী বিদ্যুতের কর্তারা
বিনা নোটিশেই দিনভর বিদ্যুৎ থাকে না নাসিরনগরে। আর বিদ্যুৎ না থাকলে মোবাইল ফোনও রিসিভ করেন না পল্লী বিদ্যুতের স্থানীয় কর্মকর্তারা। ফলে চরমে পৌঁছেছে এখানকার বিদ্যুৎ গ্রাহকদের দুর্ভোগ।
২০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল থেকেই নাসিরনগরে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ বন্ধের বিষয়ে কোনো ধরনের মাইকিং বা পূর্ব নোটিশ দেওয়া হয়নি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা কল রিসিভ করেননি। ফলে সীমাহীন কষ্ট আর কখন বিদ্যুৎ আসবে—এই উৎকণ্ঠায় দিন কেটেছে এখানকার কয়েক হাজার বিদ্যুৎ গ্রাহকের।
আরও পড়ুন: সরিষার মাঠে মৌমাছির উৎসব, মধু চাষিদের কর্মব্যস্ততা
কোনো পূর্ব নোটিশ না থাকায় গ্রাহকদের কোনো প্রস্তুতিও ছিল না। অন্তহীন কষ্টে দিন কেটেছে ছাত্রছাত্রীদের লেখাপড়া, হাসপাতালের রোগী ও মিল-কারখানার শ্রমিকদের।
এ বিষয়ে জানার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম-এর নম্বরে বারবার কল দেওয়া হলেও তিনি কোনো কল রিসিভ করেননি। সর্বশেষ রাত ৮টা ০৫ মিনিটে এক গ্রাহককে একটি মেসেজ পাঠিয়ে সমস্যার কথা জানানো হয়েছে বলে ওই গ্রাহক জানান।
আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ
পল্লী বিদ্যুতের এই ভোগান্তি থেকে মুক্তির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।





