টেকনাফে তাপমাত্রা ৩১ ডিগ্রির ঘরে

মাঘের শুরুতেই গরমের আভাস, তাপমাত্রায় বড় পরিবর্তন নেই

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:২৯ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের আবহাওয়া বুধবার (২১ জানুয়ারি) থেকে সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী পাঁচ দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাহ্ন বা রাতের শেষ দিকে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: আগামী পাঁচ দিনের পূর্বাভাসে শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বদলগাছীতে—১০.৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে—৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা মাঘ মাসে গরমের আভাস দিচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও পড়ুন: ঢাকার শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের