ব্যতিক্রমী লুকে ঝড় তুললেন জয়া আহসান

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২১ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অভিনয় আর সৌন্দর্যের দারুণ মেলবন্ধনে বরাবরই আলাদা করে নজর কাড়েন অভিনেত্রী জয়া আহসান। ট্র্যাডিশনাল হোক কিংবা ওয়েস্টার্ন—প্রতিটি লুকেই তিনি অনন্য। মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন নতুন রূপে নিজেকে মেলে ধরেন এই তারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি জয়া আহসান তার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ছবিগুলোতে তাকে দেখা গেছে একেবারে ভিন্ন ও আভিজাত্যপূর্ণ এক লুকে।

নীল রঙের কারুকাজ করা ব্লাউজ এবং গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে লাস্যময়ী হয়ে উঠেছেন জয়া। তার সঙ্গে ভারী গয়না, নাকে বড় নথ এবং কপালের টিকলি পুরো লুকটিকে দিয়েছে আলাদা মাত্রা। সাধারণত এমন ঐতিহ্যবাহী লুকেই জয়ার সৌন্দর্য নিয়ে বেশি আলোচনা হয়।

আরও পড়ুন: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন বুবলী!

ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডে ছিল পুরাতন কোনো বাড়ি বা স্থাপত্য। সেই আবহে নানা ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে অভিনেত্রীকে, যা ভক্তদের নজর কাড়তে একটুও দেরি করেনি।

ছবি প্রকাশের পরপরই ভক্তদের মন্তব্যে ভরে যায় পোস্ট। অনেকের মতে, সময় বদলালেও জয়ার আবেদন ও অনুভূতিগুলো এখনো অটুট। আবার কেউ কেউ উল্লেখ করেছেন, ছবিগুলোতে তার বয়সের ছাপও খানিকটা স্পষ্ট হয়ে উঠেছে।

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনার মুখে অক্ষয়-টুইঙ্কেল

এদিকে শুধু সামাজিক মাধ্যমে নয়, পর্দায় জয়া আহসানকে দেখার অপেক্ষাও ফুরোচ্ছে না ভক্তদের। আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’।

ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষাল পরিচালিত এই সিনেমায় জয়া অভিনয় করেছেন ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে। ট্রমা ও সামাজিক সংগ্রামের জটিল মনস্তাত্ত্বিক গল্পে নির্মিত সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দুই বাংলার দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।