আগামী পাঁচ দিনের পূর্বাভাসে শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিনে শীতের তীব্রতা কিছুটা কমেছে। সকাল ও সন্ধ্যায় ঠান্ডা অনুভূত হলেও সার্বিকভাবে আবহাওয়া এখন তুলনামূলকভাবে শুষ্ক ও স্বাভাবিক রয়েছে। এমন পরিস্থিতিতে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: ঢাকার শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজমান রয়েছে। এ অবস্থায় দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে।

বিশদ পূর্বাভাস অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন: শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

এ সময়ে রাতের তাপমাত্রা কোনো কোনো দিন সামান্য কমতে পারে, আবার কিছু দিন সামান্য বাড়ারও সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে অথবা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, পূর্বাভাসের শুরুর দিকে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, যা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ফলে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা আগের তুলনায় কিছুটা কম থাকবে।

সার্বিকভাবে বলা যায়, সামনের কয়েক দিনে শীত কিছুটা প্রশমিত হলেও ভোর ও সকালে কুয়াশা থাকতে পারে। তাই বিশেষ করে শিশু, বয়স্ক ও শীতজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের সকাল ও রাতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।