পাচারচক্রের হাত থেকে শিশু উদ্ধার, পাচারকারী নারী গ্রেফতার
সোনাগাজীতে পাচারের উদ্দেশ্যে অজ্ঞাত স্থান থেকে নিয়ে আসা একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক নারী পাচারকারীকে গ্রেফতার করা হলেও উদ্ধার হওয়া শিশুটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার পর সোনাগাজী মডেল থানার এএসআই প্রদীপ দে বাদী হয়ে মানবপাচার আইনে মামলা দায়ের করেন। মামলার পর গ্রেফতারকৃত অভিযুক্ত নারী আসমাউল হুসনাকে আদালতে প্রেরণ করা হয়।
আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ
ফেনী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) এন. এম. মোরশেদ খান শিশুটিকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান এবং নিরাপদ হেফাজতে রাখার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেন।
এছাড়া শিশুটির অভিভাবকের সন্ধান পেতে মামলার তদন্তকারী কর্মকর্তাকে স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশসহ সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দেন আদালত।
আরও পড়ুন: গাজীপুরে ৮ বছরে ৪২৭ জন কুষ্ঠ রোগী সনাক্ত
আদালতের নির্দেশনা অনুযায়ী শিশুটির পরিচয় শনাক্ত ও পরিবারের সন্ধানে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সাইদ মিয়া জানান, উদ্ধার হওয়া শিশুটিকে তার প্রকৃত অভিভাবকের কাছে নিরাপদে পৌঁছে দিতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, তদন্তের মাধ্যমে ঘটনার সূত্র উদঘাটনের পাশাপাশি খুব শিগগিরই শিশুটির পরিবারের সন্ধান পাওয়া সম্ভব হবে।





