একাধিক মামলার জেলপলাতক আসামীকে কুপিয়ে হত্যা

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২৪ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার জেলপলাতক আসামীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মরজাল বশির উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন "স" মিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত অপু (৪২) মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল গ্রামের হাবিবুরের ছেলে।

আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর কারাগারে অন্য মামলায় বন্দী থাকা অবস্থায় পালিয়ে যায় অপু। পুলিশের চোখে পলাতক থাকলেও সে নিয়মিত এলাকায় যাতায়াত ও মাদক বিক্রি করত। মঙ্গলবার দিবাগত রাতের কোনো সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা সকালে সিলের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে। মুখ দেখে এটি অপুর লাশ বলে শনাক্ত করে কয়েকজন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “মঙ্গলবার স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ মরজাল 'স' মিলের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেছে। নিহত অপুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ প্রায় ৯টি মামলা রয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড হয়েছে তা এখনও বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত চলছে এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।”

আরও পড়ুন: পাচারচক্রের হাত থেকে শিশু উদ্ধার, পাচারকারী নারী গ্রেফতার