শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা তারেক রহমানের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা তারেক রহমানের

নির্বাচনী প্রচারণার শুরুতেই কৃষক, পানি সংকট ও ভোটাধিকার— এই তিনটি ইস্যুকে সামনে এনে মাঠে নামলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট সফরে এসে তিনি শহীদ জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেন এবং ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের পথে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন: গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. রফিকুল ইসলাম

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে একটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে নিজ শ্বশুরবাড়িতে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও স্থানীয় জনগণের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দেশের কৃষকদের সমস্যা সমাধান ও পানির সংকট দূর করতে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার চালু করা হবে। এ সময় তিনি উপস্থিতদের উদ্দেশে প্রশ্ন রাখেন— কেউ শহীদ জিয়ার আমলের খাল খননের কাজ দেখেছেন কি না। জবাবে কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জানান, তারা সেই সময়ের খাল খননের কাজ প্রত্যক্ষ করেছেন।

আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন

বিএনপির চেয়ারম্যান বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মা–বোন এবং কৃষকদের স্বাবলম্বী করে তুলতে চান তিনি। এসব উদ্যোগ বাস্তবায়নের সুযোগ দিতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তারেক রহমান বলেন, দক্ষিণ সুরমার মাটি থেকেই ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির নির্বাচনী কার্যক্রম শুরু করা হলো। আল্লাহর রহমতে এখান থেকেই দলের প্রচারণা এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

যুবসমাজের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়তে তরুণদের দায়িত্ব নিতে হবে। সিলেট অঞ্চলের অনেক মানুষ প্রবাসে থাকেন উল্লেখ করে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি জেলায় প্রশিক্ষণ কেন্দ্র ও বিদেশি ভাষা শেখার ব্যবস্থা করা হবে, যাতে তরুণরা দক্ষ হয়ে কর্মসংস্থানের সুযোগ পায়।

তিনি আরও বলেন, “ডা. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। এই পরিবারের একজন সদস্য হিসেবে আবারও আপনাদের কাছে আমার দাবি— ১২ ফেব্রুয়ারি ইনশা আল্লাহ এই এলাকা থেকে ধানের শীষ জয়যুক্ত হবে। অতীতেও যেমন হয়েছে, ভবিষ্যতেও তেমনই হবে।”

বুধবার রাতে সিলেটে পৌঁছালে তারেক রহমানকে ঘিরে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় লোকজন ‘দুলাভাই দুলাভাই’, ‘দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখর করে তোলেন। তিনি হাত নেড়ে সবার শুভেচ্ছার জবাব দেন।

পরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং ডা. জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।