বিএনপির লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটির আজকের নির্বাচনি লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় তিনি বলেন, আজ একটি দল কুৎসা রটাচ্ছে। এরা মানুষের ভোট পাবে না। এরা স্বাধীনতাবিরোধী। আজকের লড়াই তাদের বিরুদ্ধে।
আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন
মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, দীর্ঘ ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছে, গুম হয়েছে, কিন্তু মাথা নত করেনি। আজকের যাত্রা নতুন বাংলাদেশের যাত্রা।
সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া জনসভায় স্থানীয় নেতারা বক্তব্য রাখার পর দুপুর ১২টা ২৫ মিনিটে মঞ্চে উঠেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার মঞ্চে আগমনে হাজার হাজার নেতাকর্মী উচ্ছ্বসিত হয়ে হাত তুলে অভ্যর্থনা জানান।
আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস
জনসভাকে ঘিরে সিলেট নগরী ও আশপাশে কয়েক দিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পুলিশ, র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকায় নিরাপত্তা তৎপরতা নিশ্চিত করা হয়েছে।





