কাওরান বাজারে স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বির হত্যার শুটার রহিম গ্রেপ্তার

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:০৪ অপরাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান মুসাব্বির হত্যার অন্যতম শ্যুটার মোঃ রহিমকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) তেজগাঁওয়ের আহছানউল্লা ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (এআইটিভিইটি) সেন্টারের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোসাব্বির। এ ঘটনায় তার সঙ্গে থাকা কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক সুফিয়ান ব্যাপারী ওরফে মাসুদও গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন: তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা: অস্ত্রসহ অন্যতম শ্যুটার গ্রেফতার

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে নরসিংদী থেকে রহিম নামে ওই শ্যুটারকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, “রহিমকে ডিবির একটি টিম গ্রেপ্তার করেছে। সে মোসাব্বির হত্যায় দুই শ্যুটারের একজন। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র দুইটি উদ্ধারে অভিযান এখনও চলছে। আমরা দ্রুত একটি ব্রিফিং করে বিস্তারিত জানাবো।”

এর আগে মো. আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় এক শ্যুটারসহ চারজনকে গ্রেপ্তার করেছিল ডিবি। তারা হলেন— হত্যাকাণ্ডে জড়িত দুই শ্যুটারের একজন জিন্নাত (২৪), মূল সমন্বয়কারী মো. বিল্লাল, আসামিদের আত্মগোপনে সহায়তাকারী আব্দুল কাদির (২৮) এবং ঘটনাস্থল রেকি করা মো. রিয়াজ (৩১)।

আরও পড়ুন: মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য গ্রেফতার

গত ১০ জানুয়ারি ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল ও নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।