তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা: অস্ত্রসহ অন্যতম শ্যুটার গ্রেফতার

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২২ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধারসহ অন্যতম শ্যুটার মোঃ রহিম (৪৫) কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে ডিবির একটি দল নরসিংদী জেলার মাধবদী থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মোঃ রহিমকে গ্রেফতার করে। অভিযানের সময় তার হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত রহিমের বিরুদ্ধে মাধবদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: কাওরান বাজারে স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বির হত্যার শুটার রহিম গ্রেপ্তার

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম জানান, কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে ডিবির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। হত্যা মামলায় গ্রেফতারকৃত রহিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়ার হোটেল সুপার স্টারের গলিতে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান মুসাব্বির নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এর আগে চারজনকে গ্রেফতার করা হয়। রহিমের গ্রেফতারের মাধ্যমে এ মামলায় মোট পাঁচজন আসামি গ্রেফতার হলো।

আরও পড়ুন: মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য গ্রেফতার

এছাড়া সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ডিবির ওয়ারী বিভাগের একটি দল শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রানা মোল্লা (২৬) ও নূর মোহাম্মদ (৩২)। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ডিবির চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।