মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য গ্রেফতার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫৭ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নাইট ডিউটির সময় এক নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন—শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে।

আরও পড়ুন: বনশ্রীতে স্কুলছাত্রী হত্যায় রেস্তোরাঁকর্মী গ্রেপ্তার

পুলিশ সুপার জানান, ভুক্তভোগী নারী তাঁর স্বামীর সঙ্গে নারায়ণগঞ্জ থেকে চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জে নানার বাড়িতে যাচ্ছিলেন। রাত দেড়টার দিকে ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তারা সদর হাসপাতালের সামনে থামেন। সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যদের সঙ্গে কথা হলে তারা দম্পতিকে হাসপাতালের ভেতরে যাওয়ার পরামর্শ দেন।

এরপর জিজ্ঞাসাবাদের কথা বলে একজন আনসার সদস্য ভুক্তভোগী নারীকে হাসপাতালের দোতলায় নিয়ে যায় এবং অপর সদস্য স্বামীকে নিচে ধরে রাখে। কিছুক্ষণ পর দোতলায় থাকা আনসার সদস্য নিচে থাকা সহকর্মীকে ভুক্তভোগী নারীর কাছে পাঠিয়ে স্বামীকে খাবার কেনার কথা বলে বাইরে নিয়ে যায়।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: প্রধান শুটারসহ আটক ৩

পুলিশ সুপার বলেন, “কুমতলব বাস্তবায়নের উদ্দেশ্যে স্বামীকে সময়ক্ষেপণ করে বাইরে পাঠিয়ে তারা অবস্থান বদল করে। পরে স্বামী ফিরে এসে স্ত্রীকে দেখে সন্দেহ করলে ঘটনাটি প্রকাশ পায়।”

হাসপাতাল থেকে বের হওয়ার পর দম্পতি রাস্তায় টহলদার পুলিশকে বিষয়টি জানান। প্রথমে ভয় দেখানোর কারণে নারীটি স্বামীর কাছে সব বলতে পারেননি। পরে পুলিশের কাছে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ করলে তাৎক্ষণিক দুই আনসার সদস্যকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা নিয়েছেন এবং তিনি বর্তমানে ট্রমার মধ্যে রয়েছেন।

এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। ভুক্তভোগী নারীর গার্ডিয়ান হিসেবে নানা আসার পর মামলা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।