পদ্মা সেতুতে টোল আদায় ছাড়াল ৩ হাজার কোটি টাকা

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৪৫ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে টোল আদায় উল্লেখযোগ্য মাইলফলকে পৌঁছেছে। সেতুটি চালুর পর আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত মোট টোল আদায়ের পরিমাণ তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

মঙ্গলবার সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ১১ ও ১২ ফেব্রুয়ারির ছুটির প্রজ্ঞাপন জারি

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ নিশ্চিত হয়েছে। এর ফলে সেতু দিয়ে যানবাহন চলাচল এবং রাজস্ব আদায় উভয়ই ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

সেতুটি চালুর মাধ্যমে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমেছে, সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান এবং দেশের সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত এবং শিল্পজাত পণ্য পরিবহণে এসেছে বৈপ্লবিক পরিবর্তন।

আরও পড়ুন: নির্বাচনের দিন ও আগে সহিংসতার দায় আ.লীগের: অন্তর্বর্তীকালীন সরকার

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতুর দুই প্রান্ত মাওয়া ও জাজিরায় স্থাপিত অত্যাধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা টোল আদায় প্রক্রিয়াকে আরও গতিশীল করেছে। এই পদ্ধতিতে যানবাহনকে টোল প্লাজায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না, ফলে যাত্রার সময় সাশ্রয় হচ্ছে।

রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয় টোল আদায়ের ফলে যান চলাচল আরও দ্রুত ও সহজ হয়েছে। কর্তৃপক্ষের মতে, জনগণের সহযোগিতা এবং ডিজিটাল টোল ব্যবস্থার আধুনিকায়নের ফলেই স্বল্প সময়ে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

টোল আদায়ের এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনে গাড়ির মালিক, চালক ও শ্রমিকদের পাশাপাশি সেতুর দুই পাড়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট অপারেটর, সাইট অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সব অংশীজনকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।