নির্বাচনের দিন ও আগে সহিংসতার দায় আ.লীগের: অন্তর্বর্তীকালীন সরকার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন সংঘটিত যেকোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে ‘নির্বাচন বানচালে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উসকানি’ রয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বেড়েছে ২৫ হাজার কোটি টাকা
অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখ করেছে, নয়াদিল্লিতে অনুষ্ঠিত এ ধরনের অনুষ্ঠানের অনুমতি দেয়া আন্তর্জাতিক সম্পর্কের প্রচলিত নীতিমালা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির পরিপন্থি। এছাড়া, এটি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি স্পষ্ট অবমাননা এবং ভবিষ্যৎ বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনা ওই বক্তব্যে প্রকাশ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নেন এবং দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান দেন। সরকারের পক্ষ থেকে মনে করা হচ্ছে, আওয়ামী লীগের নেতৃত্বের এই উসকানি প্রমাণ করে কেন অন্তর্বর্তীকালীন সরকার দলটির কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনে নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধা ও সামাজিক নিরাপত্তা ভাতা বাড়ল
এছাড়া, শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়েও মন্তব্য করা হয়েছে। দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় বারবার অনুরোধ জানানো সত্ত্বেও ভারত এখনও এ দায়িত্ব পালন করেনি। উল্টো, তাদের ভূখণ্ডে উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।





