নাসিরুদ্দীন পাটওয়ারীর উঠান বৈঠকে পচা ডিম নিক্ষেপ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:১৮ অপরাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শুক্রবার (২৩ জানুয়ারি) সিদ্ধেশ্বরীতে নির্বাচনী প্রচারণার সময় এনসিপি মনোনীত সংসদ প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারীর উঠান বৈঠকে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি পচা ডিম নিক্ষেপ করে। ঘটনার সময় কারা ডিম নিক্ষেপ করেছে তা স্পষ্টভাবে জানা যায়নি।

নাসিরুদ্দীন পাটওয়ারী এই ঘটনায় শান্তিপূর্ণ প্রতিক্রিয়া দেখাতে উৎসাহিত করেছেন এবং সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ভোটারদের কাছে নিজের দৃষ্টিভঙ্গি পৌঁছে দেওয়ার দিকে মনোযোগ রাখার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন

উল্লেখ্য, নাসিরুদ্দীন পাটওয়ারী এই আসনে তার নির্বাচনী প্রচারণা জোরদারভাবে চালিয়ে যাচ্ছেন।