গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ফজলুর রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৩৮ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অসুস্থতা ঘটেছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে তাকে কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ

ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক জানান, ভৈরবে জনসভাস্থলে যাওয়ার পথে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। তার শরীরে তীব্র জ্বর দেখা দেয় এবং বমি শুরু হয়। পরিস্থিতির অবনতি লক্ষ্য করে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া জানান, ফজলুর রহমান জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। শ্বাসযন্ত্রে সংক্রমণ শনাক্ত হয়েছে। ভর্তি সময় তার অক্সিজেন স্যাচুরেশন ৯৩ শতাংশে নেমে এসেছিল, যা বর্তমানে অক্সিজেন সাপোর্টে ৯৯ থেকে ১০০ শতাংশে স্থিতিশীল রয়েছে।

আরও পড়ুন: পাচারচক্রের হাত থেকে শিশু উদ্ধার, পাচারকারী নারী গ্রেফতার

তিনি আরও জানান, শঙ্কামুক্ত বিষয়টি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং রিপোর্টের ফলাফলের ভিত্তিতে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।