ভারতের চাপ মানবে না বাংলাদেশ: টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুল

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৫৫ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার অবস্থানেই অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে একাধিক দফা আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, অযৌক্তিক চাপ প্রয়োগ করে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।

আরও পড়ুন: ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

আসিফ নজরুল বলেন, অতীতেও এমন নজির রয়েছে যেখানে কোনো দেশের আপত্তির মুখে আইসিসি ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের দাবির কারণে আগে ভেন্যু পরিবর্তনের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশও ন্যায্য নিরাপত্তা উদ্বেগের বিষয়টি তুলে ধরছে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, যদি আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ওপর অযৌক্তিক কোনো শর্ত আরোপ করে, তাহলে বাংলাদেশ সেই শর্ত মেনে নেবে না।

আরও পড়ুন: সাফ ফুটসালে ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দল

বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি ও সরকারের এই দৃঢ় অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।