বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞার হুমকি আইসিসির

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ন, ২৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:০৬ অপরাহ্ন, ২৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ২০২৬ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, পাকিস্তান যদি অংশগ্রহণ না করে, তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি শুধু বিশ্বকাপ নয়, পাকিস্তানকে এশিয়া কাপ থেকে বাদ দেওয়া, দ্বিপাক্ষিক সিরিজ বাতিল এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের খেলার অনুমতি না দেওয়ার মতো ব্যবস্থা গ্রহণের কথা ভাবছে।

আরও পড়ুন: ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

আইসিসি মনে করছে, বাংলাদেশের জন্য ভারতের মাটিতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তাই বিসিবির ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবি ভিত্তিহীন। আইসিসি সূচির অখণ্ডতা ও নিরপেক্ষতা বজায় রাখতে এই কঠোর অবস্থান নিয়েছে।

পিসিবি সভাপতি মহসিন নাকভি বলেছেন, বাংলাদেশকে বাদ দেওয়া ‘অন্যায়’ এবং আইসিসির ‘দ্বিমুখী নীতি’। বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ বা বয়কট সরকার নির্ধারণ করবে। নাকভি জানান, পাকিস্তানের কাছে ‘প্ল্যান এ, বি, সি ও ডি’ প্রস্তুত আছে।

আরও পড়ুন: সাফ ফুটসালে ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দল

ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, আইসিসি ও পিসিবির এই পাল্টাপাল্টি অবস্থান বিশ্ব ক্রিকেটে অস্থিরতা তৈরি করতে পারে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারতে অনুষ্ঠিত হওয়া ২০ দলের এই টুর্নামেন্টের ভবিষ্যৎ এখন পাকিস্তান সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।