কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২৫ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত "কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে" দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার প্রথম দিন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বিদ্যালয় সংলগ্ন আদালতপাড়াস্থ বালির মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকতার ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি রীমা ভূঁইয়া রুম্পা।

আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আজগর হোসেন খান ও বিশিষ্ট সার ব্যবসায়ী কার্ত্তিক চন্দ্র গুহ।

প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও প্রধান উপদেষ্টা এফ এম কামাল হোসেন। প্রধান আলোচক ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাসুদ সরকার এবং প্রধান মেহমান সাংবাদিক মোহাম্মদ আকরাম হোসেন রিপন।

আরও পড়ুন: পাচারচক্রের হাত থেকে শিশু উদ্ধার, পাচারকারী নারী গ্রেফতার

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মোঃ সোহরাওয়ার্দী। পৃষ্ঠপোষকতায় ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক মনিরা ভূঁইয়া সম্পা। সার্বিক পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক লাকী আক্তার। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ রহমান শুভ্রসহ প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক হাবিবুল হাসান শাকিল ও জান্নাতুল ফেরদৌস নদী।