শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অটো চালকদের বিক্ষোভ, চরম ভোগান্তি

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ন, ২৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২৪ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন অটো চালকেরা। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল পৌণে ৮টা থেকে সকাল ৯টা ৪৭ মিনিট পর্যন্ত শ্রীপুর উপজেলার গড়গড়িয়া পুরান বাজার (তুলা গবেষণা কেন্দ্র) এলাকায় এ অবরোধ কর্মসূচি পালিত হয়।

আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, অটো চালক ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে তুলা গবেষণা কেন্দ্র এলাকায় দায়িত্বরত হাইওয়ে পুলিশকে দেখে অটো চালক বিল্লাল হোসেন দ্রুত সড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় অটো উল্টে গেলে তিনি কপালে আঘাতপ্রাপ্ত হন এবং রক্তাক্ত জখম হন।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, পুলিশের সঙ্গে অটো চালকের কোনো ধস্তাধস্তি বা মারধরের ঘটনা ঘটেনি। তবে স্থানীয় কয়েকজন অটো চালকের দাবি, পুলিশ সদস্য তাকে আটক করতে গেলে তিনি আহত হন—এ অভিযোগকে কেন্দ্র করেই চালকেরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন।

আরও পড়ুন: পাচারচক্রের হাত থেকে শিশু উদ্ধার, পাচারকারী নারী গ্রেফতার

স্থানীয় বাসিন্দা ও রিভার অ্যান্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি অটো চালকেরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং চালকেরা সড়ক ছেড়ে দেন।”

দীর্ঘ অবরোধের কারণে সকালবেলা মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে কর্মস্থলগামী যাত্রী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, “পুলিশের গাড়ির সঙ্গে লেগে একটি অটো উল্টে যায়। অটোতে কোনো যাত্রী ছিল না। প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।”

দুই ঘণ্টা পর সকাল ১০টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আহত অটো চালককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।