গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে বিএনপি: মাহদী আমিন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২২ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গুলশানে বিএনপির কার্যালয় এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মুখপাত্র মাহাদী আমীন একথা জানান।

তিনি বলেন, আমাদের সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন তারা যখন ঢাকায় এসেছিলেন আমরা তাদের সবাইকে বলেছি, নির্বাচনী প্রচারণায় গণভোটে আমরা হ্যাঁ এর পক্ষে অবস্থান নেবো। 

আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন

জুলাই চাটারে অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির যে অবস্থান ছিল আমরা সেইভাবে কিছুটা নোট অব ডিসেন্ট ছিলো সেগুলোকে ধারণ করে… গণঅভ্যুত্থানে আমরা দেখেছি মূল রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন করা। সরকারের ব্যবস্থাপনায় স্বচ্ছ থাকবে, জবাবদিহিমূলক থাকবে সবার আগে কাজগুলো বিএনপি করেছে।  আমাদের যে ৩১ দফা রয়েছে সেখানে সংস্কারের সবচাইতে মৌলিক ভিত্তিগুলো ধারণ করে। সুতরাং আমর বলছি, গণভোটে হ্যাঁ ভোটে অবস্থান নেবো।

 মাহাদী আমীন বলেন, ‘‘নোট অব ডিসেন্ট … গণতন্ত্রে ভিন্নমত ভিন্ন পথ থাকবে… সেটাই স্বাভাবিক । সেগুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করব।

আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস

 সামগ্রিকভাবে গণভোটে আমাদের হ্যাঁর পক্ষে অবস্থান এটা দলের সবাইকে বলে দিয়েছি।

 ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সাথে একই সাথে গণভোট হবে।