১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২৪ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সুতা উৎপাদনকারী মিলগুলো রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ না থাকার অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল।

আরও পড়ুন: দেশে আবারও বাড়লো সোনার দাম, নতুন দাম আজ থেকে কার্যকর

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগামী ১ তারিখ থেকেই ফ্যাক্টরি বন্ধ থাকবে। আমরা বন্ধ তো করবই, ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতাও আমাদের নেই।”

মিলমালিকদের আর্থিক সংকটের চিত্র তুলে ধরে বিটিএমএ সভাপতি বলেন, “আমাদের পুঁজি অর্ধেক হয়ে গেছে। ব্যাংকের ঋণ পরিশোধের কোনো উপায় নেই। সব সম্পত্তি বিক্রি করলেও দায় শোধ করা সম্ভব নয়।”

আরও পড়ুন: নিরাপত্তা শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

সমস্যা সমাধানে বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। আমলাতান্ত্রিক জটিলতার প্রসঙ্গ টেনে শওকত আজিজ রাসেল বলেন, “সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরে গিয়েছি। কিন্তু সবাই দায়িত্ব এড়িয়ে একে অপরের দিকে ঠেলে দিচ্ছে—এক ধরনের ‘পিলো পাসিং’ চলছে।”

বিটিএমএ নেতারা জানান, বর্তমান পরিস্থিতিতে উৎপাদন অব্যাহত রাখা অসম্ভব হয়ে পড়েছে। দ্রুত কার্যকর সিদ্ধান্ত না এলে দেশের টেক্সটাইল শিল্প আরও গভীর সংকটে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।