নিরাপত্তা শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ন, ২৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:২২ পূর্বাহ্ন, ২৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় অনুষ্ঠানটি স্থগিতের তথ্য জানানো হয়। বার্তায় স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য পরিস্থিতি’র কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: দেশে আবারও বাড়লো সোনার দাম, নতুন দাম আজ থেকে কার্যকর

পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত এই নতুন ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ শীর্ষ পর্যায়ের ব্যাংকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিত থাকার কথা ছিল। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে একীভূত ব্যাংকগুলোর গ্রাহকদের মধ্যে লাভ-লোকসান ও আমানত উত্তোলন নিয়ে উদ্বেগ এবং অসন্তোষ বাড়তে থাকায় অনুষ্ঠানটি ঘিরে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদের ঘটনাও ঘটেছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই আপাতত উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পর থেকেই আমানতকারীদের মধ্যে মুনাফা না পাওয়া এবং টাকা উত্তোলনের সীমাবদ্ধতা নিয়ে তীব্র ক্ষোভ দেখা দেয়। গত কয়েক দিনে ব্যাংকটি থেকে উল্লেখযোগ্য পরিমাণ আমানত উত্তোলন করা হলেও একই সঙ্গে কিছু নতুন আমানত জমা পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুন: ১২ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৫৫ হাজার

এর আগে নিয়ন্ত্রক সংস্থা আমানতকারীদের দুই বছরের মুনাফা ‘হেয়ারকাট’ করার সিদ্ধান্ত নিলে তা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরবর্তীতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বার্ষিক ৪ শতাংশ হারে আংশিক মুনাফা দেওয়ার ঘোষণা দেওয়া হলেও তাতেও পুরোপুরি সন্তুষ্ট হননি অনেক আমানতকারী।

বাংলাদেশ ব্যাংকের ঘোষিত কাঠামো অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার সরবরাহ করছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা প্রাতিষ্ঠানিক ও অন্যান্য স্থায়ী আমানত থেকে শেয়ারে রূপান্তর করা হবে।

নতুন ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করা হচ্ছে রাজধানীর মতিঝিলের সেনাকল্যাণ ভবনে। আমানত উত্তোলন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, দুই লাখ টাকা পর্যন্ত আমানত যেকোনো সময় উত্তোলন করা যাবে। তবে এর বেশি আমানতের ক্ষেত্রে প্রতি তিন মাস অন্তর এক লাখ টাকা করে সর্বোচ্চ দুই বছরে উত্তোলনের সীমা নির্ধারণ করা হয়েছে।

প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। পাশাপাশি স্থায়ী আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণসুবিধা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।