শহীদ জিয়া বাংলাদেশের গৌরবময় ইতিহাস: ডা. মাজহার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২২ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিবসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা ড্যাবের আয়োজনে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলম।

আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন

তিনি অনুষ্ঠানে বলেন, শহীদ জিয়ার কর্মময় জীবন দেশপ্রেমের সিলেবাস। স্বাধীনতা অর্জনে, স্বাধীনতা রক্ষায়, গণতন্ত্র অর্জনে, গণতন্ত্র রক্ষায়, উন্নয়নে, রূপায়নে—অতীত, বর্তমান ও ভবিষ্যতের ঐতিহাসিক অনুপ্রেরণা হলো শহীদ জিয়ার আদর্শ।

জেলা ড্যাবের আহ্বায়ক অধ্যাপক ডা. আলী আকবর পলানের সভাপতিত্বে এবং সদস্যসচিব ডা. খলিলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ড্যাবের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. কামরুল ইসলাম, ডা. শাহজাহান সিরাজ, অধ্যাপক ডা. ইউনুস আলী, অধ্যাপক ডা. এনামুল হক, অধ্যাপক ডা. খায়রুজ্জামান, অধ্যাপক ডা. আবুবকর সিদ্দিক, ডা. কামরুল করিম, ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মাহদী এবং মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়াও সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস