সরাইলের উচালিয়া পাড়ায় স্বর্গিয়া অপরাজিতা দত্তের বার্ষিক শ্রাদ্ধ অনুষ্ঠিত

Sadek Ali
সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:১১ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উচালিয়া পাড়া গ্রামের নিবাসী স্বর্গীয়া অপরাজিতা দত্ত গত ২০২৫ সালের ৩১ জানুয়ারি ঢাকাস্থ ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রাত ১০টা ২৮ মিনিটে পরলোকগমন করেন।

পরলোকগমনের সময় তিনি তার জ্যেষ্ঠ সন্তান সুদীপ দত্ত তনু—ডেপুটি ভাইস প্রেসিডেন্ট, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স—এবং কনিষ্ঠ পুত্র প্রকৌশলী সুদীপ দত্ত মানুসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

আরও পড়ুন: সরিষার মাঠে মৌমাছির উৎসব, মধু চাষিদের কর্মব্যস্ততা

আজ স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধ অনুষ্ঠান একুশে জানুয়ারি ২০২৬ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে পরিবারবর্গের উদ্যোগে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনার ও নাম কীর্তন আয়োজন করা হয়েছে, স্বজন ও গুণগ্রাহীরা তার বিদেহী আত্মার সদ্‌গতি ও শান্তি কামনা করছেন।

স্বর্গীয়া অপরাজিতা দত্তের পরলোকগমনে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। তার স্নিগ্ধ আচরণ, ধর্মপরায়ণতা ও মানবিক গুণাবলি আজও স্থানীয়দের হৃদয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে।

আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ