গোপালগঞ্জের তিন আসনে প্রার্থীদের হাতে প্রতীক, শুরু নির্বাচনী মাঠের লড়াই

Sanchoy Biswas
নেওয়াজ আহমেদ পরশ, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২১ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় জাতীয় নির্বাচনের প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রার্থীদের সতর্ক করেন তিনি। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এবার গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে ১৮ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং ৯ জন স্বতন্ত্র হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন। তবে গোপালগঞ্জ-২ আসনে দুইজন স্বতন্ত্র প্রার্থীর প্রতীক বরাদ্দ সংক্রান্ত সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ

গোপালগঞ্জ-১ আসন মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানীর একাংশ নিয়ে গঠিত। গোপালগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। দলীয় প্রার্থীদের মধ্যে বিএনপির মো. সেলিমুজ্জামান মোল্যা পেয়েছেন ধানের শীষ প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মাদ মিজানুর রহমান পেয়েছেন হাতপাখা, জামায়াতে ইসলামের মুহাম্মাদ আবদুল হামীদ মোল্লা দাড়িপাল্লা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নীরদ বরন মজুমদার কাস্তে এবং জাতীয় পার্টির সুলতান জামান খান লাঙল প্রতীক পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আশরাফুল আলম (ফুটবল), এম. আনিসুল ইসলাম (ঘোড়া) ও মো. কাইউম আলী খান (কলস) প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমেছেন।

গোপালগঞ্জ-২ আসন সদর উপজেলা ও কাশিয়ানীর একাংশ নিয়ে গঠিত। এখানে মোট ১১ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দলীয় প্রার্থীদের মধ্যে বিএনপির কে এম বাবর পেয়েছেন ধানের শীষ, ইসলামী আন্দোলনের তসলিম শিকদার হাতপাখা, গণঅধিকার পরিষদের দ্বীন মোহাম্মদ ট্রাক, জাকের পার্টির মাহমুদ হাসান গোলাপ ফুল, জাতীয় পার্টির রিয়াজ সরোয়ার মোল্যা লাঙল, গণফোরামের শাহ মফিজ উদীয়মান সূর্য এবং বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইবরাহীম রিকশা প্রতীক পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কামরুজ্জামান ভূইয়া (টেলিফোন) ও উৎপল বিশ্বাস (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এম. এইচ খান মনজু (হরিণ) ও মো. সিরাজুল ইসলাম সিরাজ (টেবিল ঘড়ি) স্বতন্ত্র প্রার্থী হলেও রনী মোল্লা ও সিপন ভূঁইয়ার প্রতীক বরাদ্দের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন: পাচারচক্রের হাত থেকে শিশু উদ্ধার, পাচারকারী নারী গ্রেফতার

গোপালগঞ্জ-৩ আসন টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। দলীয় প্রার্থীদের মধ্যে বিএনপির এস. এম. জিলানী পেয়েছেন ধানের শীষ, ইসলামী আন্দোলনের মো. মারুফ শেখ হাতপাখা, বাংলাদেশ খেলাফত মজলিসের আ. আজিজ রিকশা, ন্যাশনাল পিপলস পার্টির শেখ সালাউদ্দিন আম, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস উদীয়মান সূর্য এবং গণঅধিকার পরিষদের আবুল বসার ট্রাক প্রতীক পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. হাবিবুর রহমান (ফুটবল) ও গোবিন্দ চন্দ্র প্রামাণিক (ঘোড়া) প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে অংশ নিয়েছেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।